Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ বছর আটক থাকার পর মুক্তি পেল ১৪ ইরানি জেলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:১০ পিএম

চরমপন্থী সংস্থা আল-শাবাবের হাতে প্রায় ৮ বছর আটক থাকার পর ১৪ জন ইরানি জেলে সম্প্রতি মুক্তি পেয়ে স্বদেশে ফিরেছেন।

গতকাল (রোববার) ইরানের তাসনিম বার্তা সংস্থা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, জেলেদের উদ্ধারের জন্য ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনাসহ ঘনিষ্ঠ কূটনৈতিক চেষ্টা চালিয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলেরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে তেহরানে ফিরে যান।

২০১৫ সালে আল-শাবাব সোমালিয়ার নিকটবর্তী আন্তর্জাতিক সমুদ্র থেকে জেলেদের ছিনতাই করে। “আইএস”-এর সঙ্গে জড়িত আল-শাবাব সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়া ও প্রতিবেশী দেশে বেশ কয়েক বার সন্ত্রাসী হামলা চালায়। সূত্র: মেহের নিউজ।



 

Show all comments
  • jack ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৫৯ এএম says : 0
    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা সবকিছু উল্টিয়ে দিবে আজকে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে তাদেরকে বলা হয় চরমপন্থী যারা তাদেরকে চরমপন্থী বলে তারা ইসলাম থেকে বেরিয়ে যায়>>>>>>>>>>
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ