Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রতিদিন ১০ লাখ পেরতে পারে কোভিড আক্রান্তের সংখ্যা, আশঙ্কা চীনের প্রশাসনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:০৩ পিএম

প্রতিদিন কম পক্ষে ১০ লাখক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। মহামারী শুরু হওয়ার পরে এই প্রথমবার এত মানুষ আক্রান্ত হচ্ছেন চীনে। স্থানীয় প্রশাসনের সূত্র মারফত কোভিডের ভয়াবহতার বিষয়টি জানা গেলেও মুখে কুলুপ এঁটেছে চীনের সরকার। প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। জানানো হয়েছে, কোভিড আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি চীনে। কিন্তু সূত্র মারফত অন্য খবর জানা যাচ্ছে।

যেসমস্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই, তাদের কোভিড আক্রান্ত হিসাবে ধরছে না চীন প্রশাসন। তা সত্বেও হাসপাতালগুলিতে কোভিড আক্রান্তের ভিড় উপচে পড়ছে। আইসিইউ-সহ হাসপাতালের একাধিক জরুরি বিভাগের ডাক্তারদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে। তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন না কোভিড আক্রান্তরা, তার ফলে হাসপাতালে ভরতি করা যাচ্ছে না অন্যদের। একজন চিকিৎসকের মতে, এই পরিস্থিতি সামাল দেয়ার মতো প্রস্তুতি ছিল না চীনের চিকিৎসা ব্যবস্থার।

নাগরিকদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থাও করেনি চীন। গত কয়েকদিনে যত ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন, তাদের অধিকাংশই ভ্যাকসিন নেননি। আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচিত হচ্ছে চিনের কোভিড নীতি। এমন পরিস্থিতিতে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোভিড সংক্রান্ত তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে চীন। প্রতিদিন সেদেশে কতজন মানুষ হাসপাতালে ভরতি হচ্ছেন, সেই সংখ্যা গোপন রেখেছে চীন সরকার। হু-য়ের মতে, কোভিড আক্রান্তের সংখ্যা এত দ্রুত বাড়ছে যে, হিসাব রাখতে পারছে না চীনের স্বাস্থ্য কর্তারা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিস্ফোরক দাবি করেছিলেন মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তিনি বলেছিলেন, মাত্র তিন মাসের মধ্যেই চীনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন। এই তিন মাসে চীনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে বলেও দাবি করেন তিনি। জনস্বাস্থ্য নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছে না কমিউনিস্ট পার্টি। তারা চাইছে, প্রাথমিক পর্যায়ে লাগামছাড়া ভাবেই আক্রান্ত হোক সাধারণ মানুষ। তাই সংক্রমণে রাশ টানতে সেরকম কোনও উদ্যোগ নিচ্ছে না সরকার, এমনটাই অনুমান এরিক ফেইল-ডিংয়ের। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ