মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন ও পাকিস্তান একযোগে ভারতে আক্রমণ চালাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, চীন ও পাকিস্তান উভয়ই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শিগগিরই বা পরে যৌথভাবে ভারতকে আক্রমণ করতে পারে দেশ দু’টি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতের সাবেক সৈন্যদের সাথে আলাপচারিতার সময় রাহুল গান্ধী ওই মন্তব্য করেন। এদিকে সাবেক সৈন্যদের সঙ্গে আলাপচারিতার এই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক এই সভাপতি। সেখানে রাহুল গান্ধী বলেন, ভারত ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়’ আছে এবং এ কারণে এখনই পদক্ষেপ নিতে হবে অন্যথায় ভারত ‘বিশাল বিপত্তির’ মুখে পড়বে। কংগ্রেসের সাবেক প্রধান রাহুল বলছেন, গালওয়ান ও ডোকলামে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ একে অপরের সঙ্গে সংযুক্ত এবং এটি পাকিস্তানের সাথে মিলে ভারতকে একত্রে আঘাত করার জন্য চীনের কৌশলের অংশ ছিল। এছাড়া পাকিস্তান ও চীনের মধ্যে এখন অর্থনৈতিক সম্পর্কও রয়েছে। এদিন রাহুল গান্ধী আরও বলেন, ‘চীন ও পাকিস্তান এক হয়ে গেছে এবং যদি একটি যুদ্ধ শুরু হয়, তবে এটি কেবল একজনের সাথে নয়, উভয়ের সাথেই হবে। আমাদের দেশ একটি বিশাল ধাক্কার সম্মুখীন হবে। ভারত এখন অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।’ রাহুল গান্ধীর ভাষায়, ‘আমাদের দেশে অশান্তি, মারামারি, বিভ্রান্তি এবং বিদ্বেষ রয়েছে। আমাদের মানসিকতা এখনও আড়াই ফ্রন্ট যুদ্ধের। যৌথ পরিচালনার হামলা বা সাইবার যুদ্ধের জন্য আমাদের মানসিকতা তৈরি হয়নি। ভারত এখন অত্যন্ত দুর্বল। চীন এবং পাকিস্তান উভয়ই আমাদের জন্য একটি বিস্ময় তৈরি করছে। সেজন্য আমি বারবার বলছি যে, সরকার চুপ থাকতে পারে না।’ দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।