Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলা হ্যারিসের বাড়ির সামনে শতাধিক অভিবাসন প্রত্যাশী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির সামনে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে ফেলে রেখে আসার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত শনিবার বড়দিনের আগের সন্ধ্যায় ওয়াশিংটনে হ্যারিসের বাড়ির সামনে তাদের রেখে আসা হয়। সেইসময় তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিষয়টিকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ এলাকায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। ত্রাণ সংস্থা সামু ফার্স্ট রেসপন্সের ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা ল্যাবোর্ড বলছেন, টেক্সাসের কর্মকর্তারা অভিবাসনপ্রত্যাশীদের সেখানে রেখে যায়। তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের কার্যালয়ের কাছে রোববার এ ব্যাপারে জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি। অবশ্য এর আগে অ্যাবোটের কার্যালয় জানিয়েছিল, গত এপ্রিল থেকে প্রায় ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশীকে তারা বাসে করে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো ও ওয়াশিংটনে পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির প্রতিবাদে রিপাবলিকান গভর্নররা বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের ডেমোক্রেট গভর্নরদের শহরে পাঠিয়ে থাকেন। রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের নীতির কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছেন। শনিবার রাতে কমলা হ্যারিসের বাড়ির সামনে রেখে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই ইকুয়েডর ও কলম্বিয়ার নাগরিক। তাদের সেখানে রেখে যাওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন ত্রাণ সংস্থা অভিবাসনপ্রত্যাশীদের কম্বল দেয় ও তাদের বাসে করে একটি গির্জায় নিয়ে যায়। সেখানে তাদের রাত ও সকালের খাবার দেওয়া হয়। অভিবাসনপ্রত্যাশীরা নিউইয়র্ক বা নিউজার্সি যেতে আগ্রহী। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আব্দুল্লাহ হাসান বিষয়টিকে ‘নিষ্ঠুর, বিপজ্জনক ও লজ্জাকর স্টান্ট’ বলে আখ্যায়িত করেছেন। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ