মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় দুই বছর ধরে মিয়ানমারে সামরিক শাসন বিরাজ করছে। দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ধীর হয়েছে অর্থনীতির চাকাও। এ অবস্থায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে একের পর এক বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এবার মিয়ানমারে ব্যবসা কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি জায়ান্ট পিটিটির সাবসিডিয়ারি একটি কোম্পানি। খবর রয়টার্স। পিটিটির সাবসিডিয়ারি কোম্পানি পিটিটি অয়েল অ্যান্ড রিটেইল বিজনেস (পিটিটিওআর) সহিংসতা ও অস্থিরতার কারণে দেশটিতে জ্বালানি সরবরাহ ও স্টোরেজ কার্যক্রম স্থগিত রাখবে বলে জানিয়েছে। ২০১৯ সালে মিয়ানমারের কনগ্লোমারেট কানবাওজা গ্রুপের অধীন একটি ইউনিটের সঙ্গে পিটিটিওআর যৌথ উদ্যোগে ব্রাইট এনার্জি গঠন করে। এটির ৩৫ শতাংশের মালিক পিটিটিওআর। মিয়ানমারের ইয়াঙ্গুনের কাছে একটি জ্বালানি স্টোরেজ টার্মিনাল নির্মাণ করেছে ব্রাইট এনার্জি। এটি দেশটির বৃহৎ জ্বালানি স্টোরেজ টার্মিনাল বলে আশা করা হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।