Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের এক শহরেই দিনে ৫ লাখ কোভিড সংক্রমণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৪:৩০ পিএম

চীনের একটি শহরেই প্রতিদিন ৫ লাখ কোভিড সংক্রমিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির ঊর্ধ্বতন এক স্বাস্থ্য কর্মকর্তা। কঠোর শূন্য কোভিড নীতি থেকে সরে আসার পর সংক্রমণের এই উল্লম্ফনের হিসাব দেশটির সরকারি পরিসংখ্যানে না দেখালেও বিরল এক মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।
কিংদাওয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিসিপি) নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যম নগরীর স্বাস্থ্য প্রধানের বরাতে জানিয়েছে, শহরটিতে প্রতিদিন ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হচ্ছে।”
শুক্রবার কিংদাওয়ের স্বাস্থ্য প্রধান বো তাও বলেন, প্রায় এক কোটি জনসংখ্যার উপকূলীয় শহরটি সর্বোচ্চ সংক্রমণ দেখছে। সপ্তাহান্তে সংক্রমণের হার আরও ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
ভয়াবহ কোভিড সংক্রমণের এই তথ্য নিয়ে স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে খবর আসলেও শনিবার তা সম্পাদনা করে পরিসংখ্যান মুছে ফেলা হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, শনিবার মাত্র ৪ হাজার ১০৩ জনের কোভিড সংক্রমণ হয়েছে দেশজুড়ে। এদিন কারও মৃত্যু হয়নি বলেও দাবি করা হয়। ওই পরিসংখ্যানে দেখানো হয়, কিংদাওয়ের পাশে শ্যানদং প্রদেশে মাত্র ৩১ জনের কোভিড সংক্রমণ হয়েছে।
চলতি মাসেই তীব্র বিক্ষোভের মুখে কঠোর কোভিড নীতি থেকে সরে এসেছে চীন। আর এরপরই কোভিড সংক্রমণ বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ভীতিকর তথ্য উঠে আসছে চীনের কোভিড পরিসংখ্যান নিয়ে, যদিও দেশটির সরকারি হিসাবে দেখানো হচ্ছে খুবই সামান্য।
পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশের সরকার শুক্রবার বলছে, এর ৮০ শতাংশ জনসংখ্যা অর্থাৎ ৩ কোটি ৬০ লাখ মানুষ আগামী মার্চের মধ্যে কোভিড সংক্রমিতহ হতে পারে।
বৃহস্পতিবার পর্যন্ত দুই সপ্তাহে ১৮ হাজারেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫০০ জনের অবস্থা ছিল মারাত্মক, তবে কেউ মারা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ