বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের সীগাল ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, ভিক্টিম পর্যটক ইকবাল গাজীপুরের টঙ্গী শেরে বাংলা রোড এলাকার বাসিন্দা মৃত মিন্নত আলীর ছেলে। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, মেয়ের জামাইসহ সাতজনকে সঙ্গে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) মাসুম বিল্লাহ বলেন, পর্যটক ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমেছিলেন। এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।