Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড: সবকিছু স্বাভাবিক হওয়ার মুহূর্তে ফের অনিশ্চয়তা চীনে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:৫০ এএম
কঠোর শূন্য কোভিড নীতি প্রত্যাহার করে চীনে সবকিছু খোলার কারণে দেশটির অস্থির শেয়ার বাজার সবে স্থিতিশীল হয়েছে, কিন্তু এর মধ্যেই ফের কোভিড সংক্রমণ বাড়ছে। শুক্রবারও চীনের শেয়ার বেঞ্চমার্ক সুচকে উঠতে পারেনি, যদিও আগামী মাসেও কোভিড সংক্রমণের কঠোর বিধিনিষেধ শিথিলের পরিকল্পনার করছেন দেশটির কর্মকর্তারা।
সাংহাই কমপোজিট ইনডেস্ক গত ১১ নভেম্বর বিধিনিষেধ শিথিলের ঠিক আগের স্তরে নেমে গেছে। সাম্প্রতিক অব্স্থানগুলো চীনের শেয়ার পরিস্থিতির কঠিন বাস্তবতাকে তুলে ধরে। বারবার শেয়ারের দাম পড়ার ফলে জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানিকে সামলানোর মতো কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে, সেইসঙ্গে শেয়ারবাজারে আরও সহায়তার জন্য সরকারের ওপর চাপ আসতে পারে।
সবকিছু খুলে দেওয়ার ফলে প্রাথমিক খবর হলো চীনের শেয়ারবাজারে শেয়ার কেনার প্রবণতা বেড়েছে। এমএসসিআই চীনা সুচক গত অক্টোবরের সর্বনিম্ন থেকে ৩০ শতাংশের বেশি বেড়েছে। এরপর থেকে লেনদেন হচ্ছে জটিল পরিবেশে। কারণ ফের কোভিড সংক্রমণ বৃদ্ধি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রভাব ফেলবে।
সর্শেষ তথ্য বলছে, কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে ঘরে বন্দি হচ্ছে মানুষ। ভ্রমণ ও অর্থনৈতিক কার্যক্রমে মন্দা তৈরি করছে। এর ফলে ২০২৩ সালে প্রবৃদ্ধি ফেরানোর উদ্যোগে ক্ষতি ডেকে আনতে পারে। চীনা শীর্ষ কর্মকর্তারা সামনের বছর ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যের কথা বলছেন। বর্তমানে চীনের রাস্তাগুলো লকডাউনের সময়ের চেয়ে বেশি নির্জন বলে বিভিন্ন তথ্যে বলা হচ্ছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ