Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে কেমন কাটল পেলের বড়দিন?

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে, হাসপাতালের বেডে তার ছবি ভক্ত অনুরাগীদের সামনে তুলে ধরেছেন সন্তানেরা। সিএনএন জানিয়েছে, সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে। সেখানে তাকে নিয়েই বড়দিনের সময় কাটছে তার পরিবারের। শারীরিক অবস্থার সর্বশেষ খবর না জানালেও শুক্রবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে পেলের মেয়ে কেলি ক্রিস্টিনা নাসিমেন্তো লিখেন, ‘লড়াই আর বিশ্বাস নিয়ে আমরা এখনো আছি; একসঙ্গে আরও একটা রাত।’
হাসাপাতলের বেডে শুয়ে থাকা এই ফুটবলারকে জড়িয়ে ধরে তোলা একটি ছবি পোস্ট করেছে কেলি। পেলের নাতনি সোফিয়াও ছিল তাদের সঙ্গে। কেলি ও তার ভাই ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ এডিনহোও একটি ছবি শেয়ার করেছেন। ক্রিসমাসের প্রাক্কালে হাসপাতালে এসে বাবার হাত ধরে তোলা সেই ছবি শেয়ার করে এডিনহো লিখেছেন, ‘বাবা... আমার শক্তি তোমার।’
কেলি তার বাবার প্রতি শ্রদ্ধা জানানোয় শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানিয়ে এর আগে লেখেন, ‘এবার আমাদের বাড়িতে বড়দিন উদযাপন করা হবে না। চিকিৎসকদের সঙ্গে মিলে বেশ কিছু কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আলবার্ট আইন্সটাইন হাসপাতালে নতুন পরিবার যে সেবা দিচ্ছে, তার জন্য এখানে থাকাই ভালো হবে।’
২০২১ সালের সেপ্টেম্বরে কোলন ক্যান্সার ধরা পড়ে ৮২ বছর বয়সী পেলের। শারীরিক অবস্থার অবনতি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ ও কোমোথেরাপির জন্য তাকে গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। সিএনএন জানিয়েছে, হাসপাতাল থেকে সর্বশেষ গত সপ্তাহে জানানো হয়, পেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন তার নিবিড় পরিচর্যা আর চিকিৎসা দরকার। এরপর থেকে এখন পর্যন্ত কোনা আপডেট জানায়নি তারা। নভেম্বরে হাসপাতালে ভর্তি করার পর পেলের মেয়ে কেলি জানিয়েছিলেন, তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র এই ফুটবলারের কোভিড সংক্রমণ হয়েছিল, যদিও তিনি তিন ডোজ টিকাই নিয়েছিলেন। আর কোমোথেরাপির কারণে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।
ফুটবলের এই কিংবদিন্ত চারটি বিশ্বকাপ খেলেছিলেন। এর মধ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলেন তিনি। ১৪ ম্যাচে গোল করেছিলেন ১২টি, আর ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ