Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চীনপন্থী’ ওলির সমর্থনেই প্রত্যাবর্তন, ফের নেপালের প্রধানমন্ত্রী মাওবাদী নেতা প্রচণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম

নাটকীয় পট পরিবর্তন! নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মাওবাদী নেতা পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ড। রবিবার সন্ধায় তাকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। সোমবার স্থানীয় সময় বিকাল ৪টায় তিনি শপথ নেবেন বলে জানা গিয়েছে। এই নিয়ে তৃতীয় বার তিনি নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন।

এদিন সকালেই প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে যান ৬৮ বছরের প্রচণ্ড। এরপর বিকেলে প্রেসিডেন্টের বেঁধে দেয়া ডেডলাইন মেনে ৫টার আগেই আবেদন জমা দেন। তার আগেই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে তাদের দলের পাশাপাশি আরএসপি ও অন্যান্য ছোট দলগুলিও উপস্থিত ছিল।

১৯৫৪ সালের ডিসেম্বরে জন্ম প্রচণ্ডের। প্রায় ১৩ বছর তিনি লুকিয়ে ছিলেন। পরে মূলধারার রাজনীতিতে তার প্রবেশ। এর আগে দু’বার তিনি নেপালের প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন। ফের যে তিনি মসনদে বসতে চলেছেন সেই সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। যদিও হাউস অব রিপ্রেজেন্টেটিভস তথা নেপাল পার্লামেন্টের নিম্ন কক্ষে তার দলের আসন ছিল মাত্র ৩২টি। কিন্তু প্রচণ্ড দাবি করেছিলেন অন্য দলের সদস্যদের সমর্থন রয়েছে তার দিকে। এরপর থেকেই জল্পনা শুরু হয়। যা সত্যি হল রবিবার।

২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রচণ্ডের পক্ষে রয়েছে ১৬৫ জনের সমর্থন। তিনি ও ওলি পালা করে প্রধানমন্ত্রী হবেন। প্রথম দফায় প্রচণ্ডের মেয়াদ শেষ হলে ওই পদে বসবেন ওলি। গত নভেম্বরেই নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন শের বাহাদুর দেউবা। তার দল নেপালি কংগ্রেস ৮৯টি আসনে জয়লাভ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ‘চীনপন্থী’ ওলির সঙ্গে হাত মিলিয়ে মসনদে ফিরলেন প্রচণ্ড। দুই বিরোধী জোটের হাত মেলানোয় নয়া সমীকরণ জন্ম নিল ভারতের প্রতিবেশী দেশে। সূত্র: ইরাবতি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ