Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থসহায়তার প্রতিশ্রুতি পূরণ করছে না যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রতিশ্রুতির তুলনায় অতি সামান্য অংশ সহযোগিতার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর আগে জো বাইডেন নিম্ন আয়ের দেশগুলোকে ভয়াবহ ঝড়, বন্যা ও খরার মতো পরিবেশ বিপর্যয় মোকাবেলায় অর্থসহায়তার ঘোষণা দিয়েছিলেন। খবর এপি। আবহাওয়ার প্রভাব কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে উন্নয়নশীল দেশগুলোকে প্রতি বছর ১ হাজার ১৪০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের বার্ষিক ব্যয়ের বিল পাস হয়। এ বিলে উন্নয়নশীল দেশগুলোকে আবহাওয়া সহায়তায় ১০০ কোটি ডলারেরও কম বরাদ্দ দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কংগ্রেসে পাস হওয়া বিলটিতে প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষর করবেন। এ বিলে মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর অভিযোজন কর্মসূচির জন্য ২৭ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি আফ্রিকার পরিবেশবান্ধব জ্বালানিতে ২৬ কোটি ডলার বিনিয়োগ করা হবে। এছাড়া বাকি ১৮ কোটি ৫০ লাখ ডলার যাবে টেকসই ভূমি উন্নয়ন প্রকল্পে। জো বাইডেনের দেয়া প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিষয়ক প্রতিশ্রুতিকেক্ষুণ্ন করেছে। এছাড়া গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ও আবহাওয়া সংকটের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতিজ্ঞাকেও প্রশ্নবিদ্ধ করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর ৩৪ হাজার কোটি থেকে ২ লাখ কোটি ডলার পর্যন্ত অর্থের প্রয়োজন হবে। মার্কিন পরিবেশবাদী গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের এ বিলকে স্বাগত জানিয়েছে। এর মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা ও অভ্যন্তরীণ বিভাগের বাজেটের ব্যাপক বৃদ্ধি। পাশাপাশি মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসন শহরের পানি সরবরাহ অবকাঠামোর জন্য ৬০ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। তবে আবহাওয়া সহায়তায় লক্ষণীয় মাত্রায় কম বাজেটের সমালোচনা করেছে গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী গোষ্ঠী কনজারভেশন ভোটার লিগের সরকারি দপ্তর বিভাগের ভাইস প্রেসিডেন্ট সারা চিফফো বলেন, আন্তর্জাতিক আবহাওয়া সহায়তা খাতে বরাদ্দকৃত তহবিলের পরিমাণ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের জন্য যথেষ্ট নয়। এটি আবহাওয়ার বিরূপ পরিস্থিতির ধকল সামলাতে ক্ষতিগ্রস্ত নিম্ন অর্থনীতির দেশগুলোকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের ন্যায্য অংশ দেয় না। হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, ১ হাজার ১০০ কোটি ডলারের আবহাওয়া সহায়তার লক্ষ্যমাত্রাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এটি প্রেসিডেন্ট জো বাইডেনের আবহাওয়া কর্মসূচির সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বাইডেন স্পষ্ট করে দিয়েছেন, তিনি এ কর্মসূচিকে সম্পূর্ণ বাস্তবায়ন করার জন্য লড়বেন। তিনি আরো বলেন, কয়েক সপ্তাহ ধরে জো বাইডেন প্রশাসনের সদস্যরা ২০২৩ সালে অর্থায়ন নিশ্চিত করার জন্য কাজ করেছেন। এটি আমাদের লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে। ২০২৪ সালে আবহাওয়া সম্পর্কিত লক্ষ্য অর্জনের জন্য আমরা কংগ্রেসের সঙ্গে কাজ চালিয়ে যাব। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ