Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উপস্থিত বুদ্ধি দিয়ে মাকে বাঁচাল ছোট্ট ছেলে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সন্তানের জন্য মা যেমন সবকিছু করতে পারেন, তেমনই মা বিপদে পড়লে তাকে রক্ষা করার জন্যও সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্তান। আর ঠিক এমনই দৃশ্য দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ভারতের আইপিএস কর্মকর্তা দীপাংশু কাবরা। টুইটারে মাঝে মাঝেই দারুণ সব ভিডিও শেয়ার করেন তিনি। সেসব ভিডিও ভাইরালও হয় এবং এবারও তেমনটাই হয়েছে। টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী মইয়ের ওপর দাঁড়িয়ে কিছু একটা কাজ করছিলেন। তারপর নামার সময় অসাবধানতার কারণে পায়ে লেগে মইটি উল্টে পড়ে যায়। অবশ্য নিজেকে সামলে নিয়ে ওপরে থাকা একটা বিম ধরে কোনও রকমে ঝুলতে থাকেন ওই নারী। হাত ফসকে গেলেই মারাত্মক বিপদ হতে পারে। ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ