Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনের জিনজিয়াং প্রদেশের সোনার খনিতে ধস, আটকা ১৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:২৬ পিএম

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের একটি সোনার খনিতে ধসে অন্তত ১৮ শ্রমিক আটকা পড়েছেন। এই শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীরা কাজ করছেন বলে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। -এএফপি, সিনহুয়া

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, কাজাখস্তানের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে চীনের ইনিং কাউন্টির ওই সোনার খনিতে মোট ৪০ জন কাজ করছিলেন। শনিবার বিকেলের দিকে খনিতে ধস শুরু হলে সেখানে আটকা পড়েন তারা। পরে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে ২২ খনি শ্রমিককে বাইরে নিয়ে আসেন। তবে এখনও সেখানে ১৮ শ্রমিক আটকা রয়েছেন।

শনিবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, খনিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। চীনে এ ধরনের খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে বিভিন্ন গণমাধ্যম এই বিষয়ে খবর পরিবেশন করার কারণে গত কয়েক দশকে দেশটিতে খনি নিরাপত্তার উন্নতি ঘটেছে বলে ধারণা করা হয়। এক সময় দেশটিতে খনি দুর্ঘটনার খবর গণমাধ্যমে তেমন উঠে আসতো না।

গত বছরের সেপ্টেম্বরে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিংহাইয়ের একটি খনি ধসে অন্তত ১৯ শ্রমিক আটকা পড়েন। পরে দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করে এই শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ২০২১ সালের ডিসেম্বরে চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে বন্যা দেখা দেয়। এতে খনিতে দুই শ্রমিকের প্রাণহানি ঘটে। খনি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ