Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিসে আবারো কুর্দিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে আবারও পুলিশের সঙ্গে কুর্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার ৬৯ বছর বয়সী এক ব্যক্তি কুর্দিদের একটি কমিউনিটি সেন্টারে হামলা চালায়। ওই ঘটনায় তিন জন নিহত হয়। পুলিশ একে বর্ণবিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে কুর্দিরা সমাবেশ করে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। ওই দিনই কুর্দিশ ডেমোক্র্যাটিক কাউন্সিল ইন ফ্রান্স প্যারিসের রিপাবলিক স্কয়ারে শনিবার সমাবেশের ঘোষণা দেয়। স্থানীয় সময় শনিবার বিকেলে শতাধিক কুর্দি বিক্ষোভকারী পতাকা হাতে নিয়ে রিপাবলিক স্কয়ারে সমবেত হয়। তাদের দাবি, হামলার ঘটনাকে বর্ণবিদ্বেষী নয়, বরং সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিতে হবে। সমাবেশ শেষে যাওয়ার পথে কিছু কুর্দি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। পুলিশ জবাবে টিয়ার গ্যাস ছুড়ে। কুর্দিশ ডেমোক্র্যাটিক কাউন্সিল ইন ফ্রান্সের মুখপাত্র বারভিয়ান ফিরাত বলেছেন, ‘আমরা জানি, সাধারণ কুর্দি, কুর্দি অধিকার কর্মী ও যোদ্ধাসহ সবাই হুমকির মুখে রয়েছি। আমাদের নিরাপত্তা দেওয়া ফ্রান্সের দায়িত্ব।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ