Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এথেন্সের প্রাণকেন্দ্রে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বজুড়ে পুলিশ স্টেশন স্থাপন করছে চীন। বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার চেষ্টায় এসব পুলিশ স্টেশন বসানো হচ্ছে বলে সম্প্রতি দাবি করেছে নিউইয়র্কভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টিকা। এবার ডিরেক্টআস.জিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের রাজধানী এথেন্সে রয়েছে চীনা পুলিশের একটি বিশেষ ইউনিট। প্রতিবেদনে বলা হয়, সেখানকার অফিসগুলোতে চীন থেকে আসা ভিন্নমতাবলম্বীদের খুঁজে বেড়ানো হয়। তাদের দেশে ফিরতে বলা হয়; অন্যথায় তাদের রাজনৈতিক পছন্দের জন্য পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয় এবং ব্ল্যাকমেইল করে। ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টিকা’র প্রতিবেদনে বলা হয়, চীন এরই মধ্যে কানাডা, আয়ারল্যান্ডসহ বিশ্বের ২১টি দেশে অন্তত ৩০টি পুলিশ স্টেশন চালু করে ফেলেছে। ডিরেক্টআস.জিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ