Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী ব্যাডমিন্টনে সুমাইয়া-রিফা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:৪৫ পিএম

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিনিয়র বিভাগের এককে সুমাইয়া আনজুম চ্যাম্পিয়ন ও সিনথি নাসরিন রানারআপ এবং জুনিয়র এককে রিফা তাসফিয়া চ্যাম্পিয়ন ও আয়শা ইসলাম আদিবা রানারআপ হন। এছাড়া সিনিয়র দ্বৈতে সুমাইয়া আনজুম ও নাহিয়ান নুর জুটি চ্যাম্পিয়ন হয়। রোববার ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী প্রতিযোগিতার খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সহ-সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দিনা।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৪৯ জন শাটলার অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ