শহুরে অবকাঠামোসহ আফগানিস্তানে জনকেন্দ্রিক উন্নয়নে ভারতের জন্য বিনিয়োগের দুয়ার খুলে দিচ্ছে তালেবান সরকার। তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান সুহেল শাহীনের বরাতে এ তথ্য জানিয়েছে খামা প্রেস।
সুহেল শাহীন বলেন, নগর অবকাঠামোর ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে ভারতের জন্য আফগানিস্তান উন্মুক্ত। ভারতীয় কোম্পানির জন্য শান্তিপূর্ণ কাজের পরিবেশের নিশ্চয়তা দিচ্ছে আফগানিস্তান।
নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে তিনি আরও বলেন, “ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এ বিষয়টি আমরা নিশ্চিত করছি।”
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ও ভারতের কূটনৈতিক উপস্থিতির জোর দিয়েছে, যাতে দেশটিতে দিল্লির ‘অসমাপ্ত প্রকল্পগুলো’ শেষ হয়। গত দুই দশকে ভারতের সরকারি ও বেসরকারি বিভিন্ন কোম্পানি আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এসব বিনিয়োগের বেশিরভাগেই অবকাঠামো খাতে।
আফগানিস্তানের উন্নয়ন অংশীদার হিসেবে দেশটির ৩৪টি প্রদেশে পাঁচ শতাধিক প্রকল্প রয়েছে ভারতের। এসব প্রকল্পগুলো হচ্ছে বিদ্যুৎ, পানি সরবরাহ, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সক্ষমতা তৈরি খাতে।
দুই দশক পর ২০২১ সালের ১৫ অগাস্ট তালেবানের কাবুল দখলের আগে আফগানিস্তানে ৪৩৩টি ‘হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (এইচআইসিডিপি) ভারতের অর্থায়নের সহযোগিতায়।
সম্প্রতি আফগানিস্তানের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় (এমইউডিএইচ) ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশে থেমে থাকা অসম্পূর্ণ প্রকল্পগুলো পুনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য দেশটির ওই মন্ত্রণালয় কাবুলে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রকল্পগুলো পুনরায় চালু হলে আফগানিস্তানে দারিদ্র্য ও বেকারত্বের মাত্রা হ্রাস পাবে। খামা প্রেস জানিয়েছে, প্রকল্পগুলোর ফের সক্রিয় হলে স্থানীয় জনগণের কাজের সুযোগ তৈরি হবে এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা দূর হবে।