Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোল্ডেন ইস্পাত-এইচএম স্টিল গলফ শেষ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি মোস্তফা হাকিম গ্রুপের দু’টি স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত এবং এইচ এম স্টিলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দ্বিতীয় গোল্ডেন ইস্পাত-এইচ এম স্টিল গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দু’দিন ব্যাপি টুর্নামেন্টের সমাপনী দিনে গতকাল অংশগ্রহকারী ১৯০ প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণী, র‌্যাফেল ড্র ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন ইস্পাত এবং এইচ এম স্টিলের পরিচালক সাইফুল আলম ও শাহিদুল আলম। আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী, এইচ এম স্টিল প্ল্যান্টের মহাব্যবস্থাপক বোরহান উদ্দিন আহমেদ, গোল্ডেন ইস্পাতের উপ-ব্যবস্থাপক (ফ্যাক্টরি) মোস্তাফিজুর রহমান, গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ