নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিন পরশু দুটি নতুন জাতীয় রেকর্ড হলেও গতকাল দ্বিতীয় দিনে হয়েছে তিন নতুন রেকর্ড। এদিন বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নারীদের তিন হাজার মিটার দৌঁড়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ নৌবাহিনীর শামসুন নাহার রত্না। তিনি সময় নেন ১০ মিনিট ৩৯.৫৫ সেকেন্ড। ২০২১ সালে একই সংস্থার রিংকি বিশ্বাস ১০:৪৩.৩০ সেকেন্ড সময় রেকর্ড গড়েছিলেন। কাল নারীদের চাকতি নিক্ষেপে ৪৩.৪৯ মিটার দূরত্ব অতিক্রম করে ২৯ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার। এই ইভেন্টে ১৯৯৩ সালে ৪২.৯০মিটার অতিক্রম করে জোৎন্সা আফরোজ রেকর্ড গড়েছিলেন। এছাড়া ৫ হাজার মিটার দৌঁড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন নৌবাহিনীর রিংকি বিশ্বাস। তিনি সময় নিয়েছেন ১৯:৪১.৪০ সেকেন্ড। চলতি বছরের সেপ্টেম্বরে ১৯:৫৭.৫০ সেকেন্ড সময়ে দৌঁড় শেষ করে রেকর্ড গড়েছিলেন রিংকি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।