নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দিনে ঢাকা আবাহনী লিমিটেড জিতলেও ড্র করে পয়েন্ট খুঁইয়েছে দেশের আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে দুই লাল কার্ডের ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বিজয়ী দলের হয়ে কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস মাচের ১০ মিনিটে ও স্থানীয় মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ৭৩ মিনিটে একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে ম্যাচের ৬০ মিনিটে এক গোল শোধ দেন ব্রাজিলের ফরোয়ার্ড মোরিস। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন ঢাকা আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। অন্যদিকে ৬৩ মিনিটে দুই হলুদ কার্ডের সুবাদে মাঠ ছাড়তে হয়েছে রহমতগঞ্জের ফরোয়ার্ড নয়ন মিয়াকে। ম্যাচ ি জতে দুই খেলায় একটি করে ড্র ও জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠলো আবাহনী। সমান ম্যাচে একটি করে ড্র ও হারে ১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রহমতগঞ্জ। একই দিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে গোলশূণ্য ড্র করে পয়েন্ট হারিয়েছে মোহামেডান। ফলে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে জায়গা পেল মোহামেডান। সমান ম্যাচে একটি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট পেয়েও পঞ্চম স্থানে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।