Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রুপিং দ্য কালার প্যারেডের দিন ঘোষণা রাজা চার্লসের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বৃটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের কুচকাওয়াজ কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করেছে বাকিংহাম প্যালেস। আনুষ্ঠানিকভাবে এই কুচকাওয়াজ পরিচিত ‘ট্রুপিং দ্য কালার’ নামে। এক ঘোষণায় বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, ২০২৩ সালের ১৭ই জুন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। গত ৮ই সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে তৃতীয় চার্লস। এটিই হতে যাচ্ছে রাজা হওয়ার পর তার প্রথম জন্মদিনের কুচকাওয়াজ। খবরে জানানো হয়েছে, এই প্যারেডে রাজা চার্লস ঘোড়ার পিঠে চড়ে জন সাধারণের সামনে আসবেন। এসময় তার সঙ্গে থাকবেন প্রিন্স উইলিয়ামও। প্যারেডে উপস্থিত থাকবেন কুইন কন্সোর্ট ক্যামিলা। প্যারেডে অংশ নেবেন ১৪০০ সেনা সদস্য, ২০০ ঘোড়া এবং ৪০০ সঙ্গীতজ্ঞ। যদিও রাজা চার্লসের আসল জন্মদিন নভেম্বর মাসে। কিন্তু বৃটিশ রাজ পরিবারের ঐতিহ্য অনুসরণ করে জুন মাসে জন্মদিন নির্ধারণ করেছেন তিনি। এর আগে রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনও উদযাপিত হতো জুন মাসে। যদিও তিনি জন্মেছিলেন ২১শে এপ্রিল। বৃটিশ সিংহাসনে আরোহনকারীদের দ্বিতীয় জন্মদিনের প্রচলন শুরু হয় আড়াইশ বছর আগে। এখনও তা প্রচলিত রয়েছে। ১৭৪৮ সাল থেকে রাজা ও রানীরা তাদের বিশেষ দিন উদযাপন করেছেন বর্ণিল প্যারেডের মাধ্যমে। কিন্তু ১৯০১ থেকে ১৯১০ সাল পর্যন্ত সিংহাসনে থাকা এডওয়ার্ড সপ্তম জন্ম গ্রহণ করেছিলেন নভেম্বর মাসে। বৃটেনের আবহাওয়ার কারণে সময়টি বাইরে বড় ধরনের উদযাপনের উপযুক্ত নয়। তাই প্যারেডটি মে বা জুনে নিয়ে আসা হয়। এ সময়টিতে শীত বা প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা কম। পরবর্তী রাজা জর্জ পঞ্চমের জন্মদিন ছিল জুন মাসেই। কিন্তু রানীর বাবা জর্জ ষষ্ঠের জন্মদিন ছিল ডিসেম্বরে। তখন আবার সরকারি জন্মদিনের প্রচলন শুরু হয়। রানী দ্বিতীয় এলিজাবেথও সেই ধারা বজায় রাখেন। এবার রাজা তৃতীয় চার্লসও একই পদক্ষেপ নিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ