Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্রে নির্বাচনে বিজেপি পিছিয়ে

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভোট হয়েছিল নোট বাতিলের বিতর্কের মধ্যেই ভারতের মহারাষ্ট্রে। ফল প্রকাশ পেতেই দেখা গেল দেশের উত্তরের শহর চন্ডীগড়ে বিজেপির ঝড়। তবে সেই হাওয়া পৌঁছয়নি মহারাষ্ট্রে। সেখানে পৌরসভাগুলোর ভোটে বিজেপিকে টপকেছে কংগ্রেস। ফলে, চন্ডীগড়ে বিজেপি নেতাদের উচ্ছ্বাস অনেকটাই আটকে দিয়েছে মহারাষ্ট্র। কয়েক মাসের মধ্যেই পঞ্জাব বিধানসভা ভোট। এর মধ্যেই চন্ডীগড়ে পৌরসভার ভোটে কংগ্রেসকে উড়িয়ে দিয়েছে বিজেপি। ২৬টি ওয়ার্ডের ২০টিতেই জিতেছে বিজেপি, ১টিতে জোট শরিক শিরোমণি অকালি দল। কংগ্রেস পেয়েছে ৪টি আসন। ১টিতে জিতেছে নির্দল। চন্ডীগড়ে পৌরসভা বিজেপির হাতেই ছিল। আগের ভোটে ১৫টি আসন ছিল তাদের। এ বার মুছে গিয়েছে আপ, বিএসপি। চন্ডীগড়ের ভোটে নোট বাতিল বিতর্ককে বিরাট ভাবে তুলে ধরেছিল কংগ্রেস। মোদির সিদ্ধান্তের ফলে মানুষের ভোগান্তির কথা সামনে এসেছিল। কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ের কথা তুলে ধরে প্রচারে নামে বিজেপি। ফল প্রকাশের পরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের ব্যাখ্যা, বিধানসভায় কারা জিততে চলেছে, তা এখনই বোঝা যাচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহের মন্তব্য, নোট বাতিলের সিদ্ধান্তের পরে দেশের ৫টি রাজ্যে পৌরসভার ভোট হয়েছিল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ