মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর মেরু অঞ্চলে অফশোর তেল ও গ্যাস উত্তোলনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ ছাড়ার আগে ওবামা তার পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী, মেরু অঞ্চল ও আটলান্টিকের মার্কিন নিয়ন্ত্রিত এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের জন্য খনন কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, একটি শক্তিশালী, টেকসই এবং স্থিতিশীল মেরু অঞ্চলীয় অর্থনীতি ও বাস্তুসংস্থানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস আরও জানায়, লোকজ সংস্কৃতির প্রয়োজনীয়তা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অপরিশোধিত তেলের জন্য আঞ্চলিক ভঙ্গুরতার ফলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করাটা সহজ হবে না। কানাডাও ওয়াশিংটনের সঙ্গে যৌথ ঘোষণায় উত্তর মেরুতে তেল ও গ্যাস উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে কানাডা যেখানে বলেছে, তারা এই সিদ্ধান্ত প্রতি পাঁচ বছর অন্তর পর্যবেক্ষণ করবে, সেখানে হোয়াইট হাউস জানিয়েছে, ওবামার ঘোষণাটি স্থায়ী। মার্কিন প্রেসিডেন্ট ১৯৫৩ সালের একটি আইন অনুযায়ী ওই ব্যান করার ক্ষমতা সংরক্ষণ করেন। ওই আইন অনুসারে, কোনও অফশোর ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন প্রেসিডেন্ট। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।