মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চোরাচালান ঠেকাতে আটদিন কলম্বিয়ার সঙ্গে থাকা সীমান্ত বন্ধ রাখার পর আবার খুলে দিয়েছে ভেনিজুয়েলা। বিবিসি বলছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সীমান্ত বন্ধ রাখা হয়েছিল। সচরাচর পাওয়া যায় না এমন সব পণ্য কিনতে ভেনিজুয়েলার শত শত নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে কলম্বিয়া ঢুকছেন। সীমান্ত বন্ধ রাখার পাশাপাশি প্রেসিডেন্ট মাদুরো দেশটির সর্বোচ্চ ব্যাংক নোট তুলে নেয়ার ঘোষণাও দিয়েছিলেন। অপরাধী চক্রগুলো বিপুল পরিমাণ অর্থ মজুদ রেখেছে বলে দাবি মাদুরোর। ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক সরকারের দেয়া ভর্তুকিপণ্য পেট্রোল, চিনি ও ময়দাসহ অন্যান্য পণ্য অনেক বেশি দামে কলম্বিয়ার সীমান্তে বিক্রি ঠেকাতেও এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো ও কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সোমবার টেলিফোন আলাপে বিষয়গুলো সম্পর্কে একমত হন। সীমান্ত খুলে দেয়ার প্রথম দিনেই ভেনিজুয়েলা থেকে ২ হাজারেরও বেশি মানুষ কলম্বিয়া প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে। ভেনিজুয়েলা গুরুতর অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করছে। এজন্য সমাজতান্ত্রিক এই সরকারের ভুলনীতিকে দায়ী করছে বিরোধীরা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।