Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশ নিষিদ্ধ করল হংকং

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশ নিষিদ্ধ করল হংকং। গত মঙ্গলবার হংকং-এর অভিবাসন বিভাগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৭ সালের ২৭ জানুয়ারি থেকে। এবার থেকে ভারতীয়দের হংকং-এ যাওয়ার আগে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। হংকং প্রশাসন তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, ভারতীয়দের এখানে আসতে হলে আগে নিজের নাম অনলাইনে নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত না করলে এই প্রদেশে ঢুকতে পারবে না। বর্তমানে ভারতীয়রা বৈধ পাসপোর্ট নিয়ে হংকং এলে বিনা ভিসায় ১৪ দিন থাকার অনুমতি দিত স্থানীয় প্রশাসন। অনেকে মনে করছেন ব্রিটিশের পূর্বতন উপনিবেশ হংকং-এর সিদ্ধান্তে অনেক ভারতীয়দের আর্থিকভাবে ক্ষতির সন্মুখীন হবে। ব্যবসা-বাণিজ্য থেকে ভ্রমণের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে ভারতীয়দের। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ