নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মনকমানি জাতীয় শরীরগঠন প্রতিযোগিতার আকর্ষনীয় ইভেন্ট মেয়েদের উন্মুক্ত বিভাগে বাকি পাঁচজনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের আফিয়া জান্নাতুল আনিকা। শুক্রবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে এই ইভেন্টে সেরা হওয়ার সুবাদে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার পান তিনি। জান্নাতুলের হাতে পুরস্কার তুলে দেন মনকমানির কর্ণধার নাফিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম, রুশলানস স্টুডিওর কর্ণধার রুশলান হোসেন, বাংলাদেশ জিম মালিক সমিতির সভাপতি ইলিয়াস মিয়া এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান। রানারআপ হন একই দলের পপি রানী দাস ও তৃতীয় হন ইয়ুথ ফিটনেস জোনের ফাতেমা সুলতানা। এবারের আসরে খেলেননি দেশসেরা দুই নারী শরীরগঠনবিদ মাকসুদা আক্তার মৌ ও অহনা রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।