Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বার্লিনে লরি হামলার দায় স্বীকার করেছে আইএস

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির বার্লিন শহরে ক্রিস্টমাস মার্কেটে লরি হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব সংবাদ সংস্থায় সংগঠনটি জানিয়েছে, তাদের একজন যোদ্ধা এই হামলা চালিয়েছে। তবে এই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং আইএসের এই দাবিও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। যথেষ্ট প্রমাণের অভাবে ওই হামলার একজন সন্দেহভাজনকে ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম খবরে বলা হয়েছে, বার্লিনে গত সোমবারের হামলায় ১২ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। ওই হামলায় জড়িত কারো পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি জার্মানির আইনশৃঙ্খলা বাহিনী। তবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছিল জার্মান পুলিশ। পরে যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। জার্মান গণমাধ্যমে নাভেদ বি নামক এই ব্যক্তিকে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএস। নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’-এ  জঙ্গি সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক জোট দেশগুলোর নাগরিকদের লক্ষ্য করে হামলার যে নির্দেশনা সংগঠনটির নেতারা দিয়েছেন, তার ভিত্তিতেই এ হামলা চালানো হয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজিয়েরে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, এ ঘটনায় একাধিক দিক থেকে তদন্ত পরিচালনা করা হচ্ছে। এই হামলার মূল হোতাদের ধরার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বিশ্রাম নেবে না বলেও তিনি জানান। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ