Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের নিন্দা

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করে হত্যা করা হয়। প্রকাশিত এক লিখিত বিবৃতিতে ট্রাম্প বলেন, রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভের হত্যাকান্ডের বিরুদ্ধে অবশ্যই বিশ্বব্যাপী নিন্দা জানাতে হবে। পাশবিক এ কর্মকা- আইনের সব নীতি লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ট্রাম্প। তিনি আরো বলেছেন, উগ্র ধর্মান্ধ এক সন্ত্রাসীর মাধ্যমে নিহত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভের পরিবার এবং তার প্রিয়জনদের প্রতি সংহতি প্রকাশ করছি। এদিকে, মস্কো এবং আঙ্কারা এ হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছে। রাষ্ট্রদূতকে হত্যাকারী ২২ বছর বয়ীস মেভলুত মেরেত আলতিনতাস তুরস্কের দাঙ্গা বিরোধী পুলিশ বাহিনীর কর্মকর্তা ছিলেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ