মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গরা শে^তাঙ্গদের চেয়ে আড়াই শতাংশ বেশি হত্যার শিকার হয়। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষকরা ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দু’ হাজার ২শ ৮৫টি হত্যার ঘটনা পর্যালোচনা করে এ তথ্য দিয়েছেন। তারা বলেছেন, প্রতি দশ লাখে ৬.৮ শতাংশ কৃষ্ণাঙ্গ এ ধরনের হত্যাকা-ের শিকার হয়। এ ক্ষেত্রে হিসপানিকদের সংখ্যা হচ্ছে ৪.১ শতাংশ, শে^তাঙ্গ ২.৫ শতাংশ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকজনের সংখ্যা ১.৫ শতাংশ।
মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গদের এ ভাবে হত্যার ঘটনায় উদ্বেগ বিরাজ করছে এবং ট্রেভন মার্টিন হত্যাকা-ের মত বিতর্কিতও হচ্ছে। বাহামার পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ কৃষ্ণাঙ্গ যুবকদের যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি শহরে পুলিশের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
নতুন এই গবেষণার পেছনে কাজ করেছেন অধ্যাপক জেমস বুয়েলার। তিনি বলেন, জনস্বাস্থ্য বিষয়ক কর্মী হিসেবে যে কোন বড় ধরনের স্বাস্থ্য সঙ্কট তার কাছে উদ্বেগজনক। পুলিশি হত্যাকা-ের এ ধরনের বৈষম্যমূলক ঘটনা এর প্রতি দৃষ্টি আকর্ষণ এবং এর সমাধান খুঁজে বের করারই ইঙ্গিত প্রকাশ করে।
হার্ভার্ড বিশ^বিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রোনাল্ড ফ্রেইয়ার তার মন্তব্যে বলেছেন, কালো-সাদা বেছে হত্যার বিষয়টি অমূলক। তবে যে যা-ই মন্তব্য করুক, ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ^বিদ্যালয়ের ডর্নসিফ স্কুল অব পাবলিক হেলথ-এর অধ্যপক ও গবেষক বুয়েলার বলেছেন, কিছু কিছু মন্তব্যকারী এ গবেষণাকে বিভ্রান্তিকর ভাবার চেষ্টা চালাচ্ছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।