Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বিদ্রোহীদের আলেপ্পো থেকে সরে যেতে বলছে সিরিয়ার সেনারা

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার সুযোগে সেখানে অবস্থিত বিদ্রোহীদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। বিবিসির খবরে বলা হয়, গত মঙ্গলবার সিরীয় সেনারা মাইকে বারবার বিদ্রোহীদের এলাকা ত্যাগের আহ্বান জানাচ্ছে এবং রাতে তারা ওই এলাকায় প্রবেশ করবে বলে সতর্ক করছে। সিরিয়া সেনাবাহিনীর পূর্ব আলেপ্পো অভিযানের মধ্যে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এক সপ্তাহ আগে ওই এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। রেডক্রসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত পূর্ব আলেপ্পো থেকে ২৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এখনো কত মানুষ সেখানে আটকা পড়ে আছে তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। তবে বৃহস্পতিবার সিরিয়ায় অবস্থিত জাতিসংঘের বিশেষ দলের দেয়া তথ্য অনুযায়ী এখনো প্রায় ৪০ হাজার বেসামরিক নাগরিক এবং ১০ হাজার বিদ্রোহী যোদ্ধা এখনো সেখানে আটকা পড়ে আছে। বিদ্রোহী দলগুলোর শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, যেসব বেসামরিক নাগরিক পূর্ব আলেপ্পো ত্যাগ করতে চান তারা সবাই এলাকা ছাড়ার পরই কেবল বিদ্রোহী যোদ্ধারা পূর্ব আলেপ্পো ত্যাগ করবে। এদিকে, সিরিয়া সরকারের মিত্র রাশিয়া ও ইরান এবং বিদ্রোহীদের সমর্থক তুরস্ক সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। ওই তিন দেশের প্রতিনিধিরা সিরীয় সরকার ও বিরোধীদের মধ্যে যেকোনো উপায়ে শান্তি স্থাপনে যৌথভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়ায় জাতিসংঘের দূত স্তাফান দে মিসতুরা বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে ফেব্রুয়ারিতে জেনেভায় যে আলোচনা শুরু হয়েছিল আমি চাই সেটা পুনরায় শুরু করতে। মার্চে সর্বশেষ এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। গৃহযুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় জাতিসংঘের ওই উদ্যোগ ভেস্তে যায়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ