Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতিসংঘে সু চির মুক্তির পক্ষে প্রস্তাব পাস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি’কে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্ত-সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে। ৭৭ বছরের সুচিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি মিয়ানমারে সহিংসতার ইতি ঘটাবে বলে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে মিযানমার সেনাবাহিনী সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপর থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী এবং তার সঙ্গীরা জেলবন্দি। এরপর দুর্নীতি, জনরোষে মদদ দেওয়া, কোভিডবিধি ভেঙে নির্বাচনী প্রচার চালানোর মতো একাধিক অভিযোগে সু চিকে দফায় দফায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ