Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ার গুপ্তচর সন্দেহে জার্মান গোয়েন্দা কর্মী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বিএনডির এক কর্মীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বিএনডির এক কর্মীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি চলতি বছর জার্মানির গোপন রাষ্ট্রীয় তথ্য মস্কোর কাছে হস্তান্তর করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বার্লিনে তার ও অন্য এক ব্যক্তির বাসা এবং দপ্তরে তল্লাশি চালানো হয়। জার্মানির আইন ও বিচারমন্ত্রী মার্কো বুশমান বলেন, সন্দেহ প্রমাণিত হলে রাশিয়ার গুপ্তচরবৃত্তি বড় ধাক্কা খাবে। তিনি এই ঘটনার আলোকে আরো সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে জার্মান সরকার ৪০ জন ব্যক্তিকে রাশিয়ার গুপ্তচর সন্দেহে দেশ থেকে বহিষ্কার করেছিল। কয়েক দিন আগে অস্ট্রিয়াও এক গ্রিক নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। বিএনডির প্রধান ব্রুনো কাল বলেন, গোটা ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তার সংস্থা তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। সেইসঙ্গে ভেতরের গোপন তথ্য পাচারের প্রমাণ সন্ধান করতে সার্বিক অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। ব্রুনো বলেন, অবিলম্বে ফেডারেল কৌঁসুলিদের ডাকা হয়েছে। তবে তদন্ত চলাকালীন কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। জার্মানিতে প্রচলিত বিধি অনুযায়ী অভিযুক্তের সম্পূর্ণ নাম প্রকাশ করা সম্ভব নয়। তবে জানা গেছে, তার প্রথম নাম কার্স্টেন এবং পদবির প্রথম অক্ষর এল। ‘ডেয়ার স্পিগেল’ পত্রিকার সূত্র অনুযায়ী জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কয়েক সপ্তাহ আগেই এমন সন্দেহের কথা জানতে পেরেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে ঠিক কোন ধরনের তথ্য রাশিয়ার কাছে পাচার করা হয়েছে? রাশিয়া সম্পর্কে বিএনডি প্রধানের একটি মন্তব্যের মধ্যে একটি ইঙ্গিত নিয়ে জল্পনাকল্পনা চলছে। রাশিয়ায় জার্মান গোয়েন্দা সংস্থার চরদের পরিচয় মস্কোর হাতে চলে গেলে তাদের কী হাল হবে, সম্ভবত সে বিষয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন তিনি। ২০১৪ সালে শেষবার জার্মান গুপ্তচর সংস্থার কোনো কর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ মেনে নিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে গোপন রাষ্ট্রীয় তথ্য তুলে দেওয়ার অভিযোগে ২০১৬ সালে তার আট বছরের কারাদণ্ড হয়। সে সময়ে বার্লিন ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে কিছুটা চিড় ধরেছিল। এদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার আঁচ নানা ভাবে যে পশ্চিমা বিশ্বের ওপর পড়ছে, সে বিষয়ে কোনো সংশয় নেই। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ একাধিক শক্তি যেভাবে ইউক্রেনের মদদ করে চলেছে, মস্কোর কাছে তা মোটেই সুখকর নয়। তাই দুই পক্ষের মধ্যে মূল সংঘাতের পাশাপাশি একে অপরের ‘ভেতরের খবর’ জানা বাড়তি আগ্রহও বিস্ময়ের কারণ হতে পারে না। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ