মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিক জান্তা শাসিত মিয়ানমার সংকট নিয়ে আঞ্চলিক আলোচনা অনুষ্ঠান করেছে থাইল্যান্ড। আন্তর্জাতিক পর্যায়ের এ আলোচনায় দেখা গেছে জান্তা মন্ত্রীদের বিরল উপস্থিতি। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্যদেশ আমন্ত্রণ পাওয়ার পরও এ আলোচনায় অংশ নেয়নি। থাই পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চানা পাতারাচোকে জানান, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় অংশ নিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, লাওস, ক্যাম্বোডিয়া এবং ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর থেকে আলোচনায় কোনও প্রতিনিধি ছিল না। আসিয়ানের এই সদস্যদেশগুলো মিয়ানমার জান্তার সবচেয়ে কট্টর সমালোচক। থাই পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আলোচনা হয়েছে মূলত মানবিক সহায়তা এবং আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ খোঁজা নিয়ে। তবে আলোচনা থেকে বাস্তবসম্মত কোনও ফল আসেনি। মিয়ানমারে গত বছর সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করা জান্তা সরকারের সঙ্গে আলোচনায় জড়িত হওয়া যাবে কিনা তা নিয়ে ১০ সদস্যের আসিয়ান জোটে মতভেদ আছে। মিয়ানমারে জেনারেলরা ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি সংশ্লিষ্ট জান্তা বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করার যে প্রতিশ্রুতি গতবছর দিয়েছিলেন তা রক্ষা করতে না পারায় আসিয়ানের উচ্চ-পর্যায়ের অনেক সম্মেলনেই এই জেনারেলদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।