Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘আমার স্বপ্ন, আমার গল্প’ বই প্রকাশ করলো কেয়ার বাংলাদেশ

কিশোরীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে ক্যারিয়ার বিষয়ক নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৬:২৪ পিএম

ক্যারিয়ার বিষয়ক নির্দেশিকা এবং প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে কেয়ার বাংলাদেশ প্রকাশ করেছে ‘আমার স্বপ্ন, আমার গল্প' শীর্ষক বুকলেট। বিবাহিত ও অবিবাহিত কিশোরীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এ বুকলেটটি প্রকাশ করা হয়েছে। গত বুধবার রাজধানীর সিরডাপ -এর চামেলী হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় ‘আমার স্বপ্ন, আমার গল্প,’ প্রকাশ করেছে কেয়ার বাংলাদেশের অ্যাকসেলেরেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্প। বুকলেটটিতে কিশোরীদের জন্য প্রথাগত ও অপ্রথাগত পেশার তালিকা রয়েছে; পাশাপাশি, রয়েছে বিভিন্ন চেকলিস্ট ও নির্দেশনা, যেগুলো অনুসরণ করে কিশোরীরা পেশাগত সফলতা অর্জন করতে পারবেন। এছাড়াও, যেসব ইনস্টিটিউশন এ সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ দেয়, বুকলেটটিতে এমন বিভিন্ন ইনস্টিটিউটের অর্গানাইজেশনাল ম্যাপিং, পাশাপাশি তারা কী ধরনের সেবা প্রদান করে তারও তালিকা রয়েছে। এছাড়াও, কেয়ার বাংলাদেশ ভ্যালিডেশন ও কনসালটেশন কর্মশালা পরিচালনাও করবে। এসব কর্মশালা থেকে তরুণী ও কিশোরীরা বিশেষজ্ঞ পরামর্শ সুবিধা পাবেন। বুকলেটটিতে শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য ও ওষুধ, প্রকৌশল ও স্থাপত্য, মিডিয়া ও গেমস এবং প্রতিরক্ষা সহ ১০টি খাতের ৪৬টি পেশার ব্যাপারে উল্লেখ করা হয়েছে।

বুকলেট সম্পর্কে ডিএসএইচই’র মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, “দেশে অল্পবয়সী মেয়েরা অন্যায্য সামাজিক লাঞ্ছনা এবং মানবাধিকারের লঙ্ঘনের শিকার হচ্ছেন, এ পরিপ্রেক্ষিতে কর্মজীবন নিয়ে সঠিক পরামর্শ এবং নির্দেশনা তাদের অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে; যা তাদের এ সব লাঞ্ছনাকে দূর করে নিজের মতো করে জীবন গড়তে সক্ষম করবে। ‘আমার স্বপ্ন, আমার গল্প’ তাই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তরুণীদের তাদের স্বপ্ন পূরণের আরও কাছে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, কেয়ার বাংলাদেশের অ্যাকসেলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ কিশোরীদের (বিবাহিত এবং অবিবাহিত উভয়) এসআরএইচআর (যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার), লিঙ্গ, যোগাযোগ, বিভিন্ন বিষয়ে জ্ঞান এবং দক্ষতা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন এবং সেল্ফ রিফ্লেকশনের জন্য তৈরি করা হয়েছে। এ পাঠগুলো কাঠামোগত জীবন-দক্ষতা শিক্ষা প্রোগ্রাম এবং গুরুত্বপূর্ণ প্রভাবশালী সম্প্রদায়ের সদস্যদের সাথে জড়িত থাকার মাধ্যমে প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ