Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিটনও আইপিএলের নিলামে অবিক্রিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:১১ পিএম | আপডেট : ৫:১৭ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা লিটন দাসও আইপিএলের নিলামের প্রথম দিন অবিক্রিত। লিটন এ বছরে ১৯ ম্যাচ খেলে পেয়েছেন চার হাফসেঞ্চুরি। তার স্ট্রাইক রেটও অসাধারণ, ১৪০.২০। কিন্তু তবুও আইপিএলের নিলামে অবিক্রীত থেকে গেলেন তিনি।

বাংলাদেশের তারকা ওপেনারকে দলে পেতে কোনো ফ্র্যাঞ্চাইজিরই আগ্রহ দেখা যায়নি। আগামী আইপিএলের জন্য শুক্রবার কোচিতে অনুষ্ঠিত হচ্ছে সংক্ষিপ্ত পরিসরের নিলাম। ডানহাতি ব্যাটার লিটনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন উইকেটরক্ষকের তালিকায় ওঠে তার নাম।

কিন্তু নিলামের সঞ্চালক তার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোযোগ কাড়ার চেষ্টা করে ব্যর্থ হন। ১০ দলের মধ্যে হওয়া নিলামে কেউই তখন সাকিবকে পেতে আগ্রহ দেখায়নি।

নিলামের প্রথম দফায় অবিক্রীত থাকলেও লিটনের এখনও দল পাওয়ার সুযোগ রয়েছে। তবে তা নির্ভর করছে আগামী ২০২৩ সালের আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপর। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ৪০৫ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের রয়েছেন চারজন।

৫০ লাখের ক্যাটাগরিতে লিটন ছাড়াও আছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। আর সাকিব আল হাসান এবার ভিত্তিমূল্য কমিয়ে করেছেন ১ কোটি ৫০ লাখ রুপি। তিনিও অবিক্রীত। গতবারের মেগা নিলামেও দল পাননি সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ