Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ৫৭ আর্টিলারি সাইট নিশ্চিহ্ন

১১৫ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

আরো ৫ লাখ সেনা নিয়োগে অনুমোদন পুতিনের :: ইউক্রেনে প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর মার্কিন সিদ্ধান্তে অসন্তুষ্ট জাতিসংঘ :: ইউক্রেনের সংঘাত নিরসনে রাশিয়া-মার্কিন আলোচনা হওয়া দরকার : হাঙ্গেরির প্রধানমন্ত্রী
ইনকিলাব ডেস্ক
গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় গত দিনে রাশিয়ার বাহিনী ইউক্রেনের ৫৭টি আর্টিলারি সাইটে হামলা চালিয়েছে।

‘রাশিয়ান অপারেশনাল-কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র সৈন্য এবং আর্টিলারি ফায়ারিং পজিশনে থাকা ইউক্রেনের ৫৭টি আর্টিলারি ইউনিট, ৯৩টি এলাকায়, জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যারগুলিতে আঘাত করেছে,’ মুখপাত্র বলেছেন, রাশিয়ান সৈন্যরা কুপিয়ানস্ক এলাকায় শত্রæ জনশক্তির উপর হামলা চালিয়েছে, গত দিনে ১৫ জঙ্গিকে নির্মূল করেছে।

রাশিয়ান বাহিনী ক্রাসনি লিমান এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর ইউনিটগুলিতে আঘাত করেছে, গত দিনে শত্রæরা ২০ জনের বেশি হতাহতের শিকার হয়েছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন। ‘গত ২৪ ঘন্টায় ইউক্রেনের সেনাবাহিনীর সেই দিকের ক্ষতির পরিমাণ ২০ জনেরও বেশি সেনা নিহত ও আহত হয়েছে, দুটি যুদ্ধের সাঁজোয়া যান এবং তিনটি পিকআপ ট্রাক,’ কোনাশেনকভ রিপোর্ট করেছেন। রুশ বাহিনী ডোনেৎস্ক এলাকায় তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে, গত দিনে প্রায় ৫০ ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে, জেনারেল বলেছেন। ‘ডোনেৎস্কের দিকে, রাশিয়ান বাহিনী তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে। গত ২৪ ঘন্টায়, তারা ওই এলাকায় ৫০ টিরও বেশি ইউক্রেনীয় সেনা, দুটি ট্যাঙ্ক, তিনটি পদাতিক যুদ্ধের যান এবং পাঁচটি মোটর গাড়ি ধ্বংস করেছে,’ মুখপাত্র বলেছেন।

রাশিয়ান বাহিনী গত দিনে ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং জাপোরোজিয়া অঞ্চলে দুটি ইউক্রেনীয় নাশকতাবাদী গ্রæপকে নির্মূল করেছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন। গত ২৪ ঘন্টায়, সেই এলাকায় ৩০ টির মতো ইউক্রেনীয় সেনা, দুটি যুদ্ধের সাঁজোয়া যান এবং তিনটি পিকআপ ট্রাক ধ্বংস করা হয়েছে, জেনারেল বলেছেন। রাশিয়ান মহাকাশ বাহিনীর যুদ্ধবিমান গত দিনে ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের দুটি ইউক্রেনীয় মিগ-২৯ ফাইটার জেট এবং একটি এমআই-৮ হেলিকপ্টার গুলি করে ভ‚পাতিত করেছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন, পাশাপাশি রাশিয়ান সৈন্যরা গত দিনে ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের এম৭৭৭ হাউইৎজারগুলির জন্য একটি ইউক্রেনীয় মেরামত ঘাঁটি ধ্বংস করেছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন।

খেরসন অঞ্চলের ভেসিলোয়ে সম্প্রদায়ের এলাকায়, রাশিয়ান বাহিনী একটি ইউক্রেনীয় ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র উন্মোচন ও নিশ্চিহ্ন করেছে, জেনারেল যোগ করেছেন। রাশিয়ান বাহিনী গত দিনে ডোনেৎস্ক পিপলস রিপাবলিক, জাপোরোজিয়ে এবং নিকোলায়েভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন। রাশিয়ান বাহিনী গত দিনে ডোনেস্ক পিপলস রিপাবলিকের গ্র্যাড এবং স্মারচ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) ইউক্রেন সেনাবাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন। ‘পাল্টা ব্যাটারি যুদ্ধে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের বারডিচি এবং ক্রাসনোয়ারমিস্কের বসতিগুলির এলাকায় ইউক্রেনীয় গ্র্যাড এবং স্মারচ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের অবস্থানের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল,’ মুখপাত্র বলেছেন।

সব মিলিয়ে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ৩৫০টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ১৮৮টি হেলিকপ্টার, ২,৬৯৪টি মনুষ্যবিহীন আকাশযান, ৩৯৯টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ৭,১৯১টি ট্যাংক এবং যুদ্ধের অন্যান্য সাঁজোয়া যান, ৯৩৪টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩,৭০০টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ৭,৭০৭টি বিশেষ সামরিক মোটর যান ধ্বংস করেছে, কোনাশেনকভ রিপোর্ট করেছেন।

আরও ৫ লাখ সেনা নিয়োগে অনুমোদন পুতিনের : প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন প্রতিশ্রæতি দিয়েছিলেন যে, রাশিয়ার সামরিক ব্যয়ের কোনও সীমা থাকবে না। সেই প্রতিশ্রæতি অনুযায়ি এবার তিনি সেনাবাহিনীর আকারে ব্যাপক বৃদ্ধি অনুমোদন করেছেন। তিনি যুদ্ধে ক্রেমলিনের ‘লক্ষ্য’ অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন এবং রাশিয়ার সেনাবাহিনীতে ৫ লাখ সৈন্য যোগ করার প্রস্তাবে তার অনুমোদন দিয়েছেন।

বুধবার দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে একটি টেলিভিশন বৈঠকে, পুতিন ইউক্রেনে জয়ের জন্য সেনাবাহিনীকে ‘যা চাচ্ছে তার সবকিছু’ দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন, যেখানে রাশিয়ান সৈন্যরা ক্রমবর্ধমানভাবে দেশটির পূর্বে মারাত্মক আক্রমণাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে। ‘আমি প্রতিরক্ষা মন্ত্রী, জেনারেল স্টাফের প্রধান এবং আজ এখানে থাকা সমস্ত কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই: অর্থায়নে আমাদের কোনও সীমাবদ্ধতা নেই। দেশ ও সরকার সেনাবাহিনীকে যা চাইছে সবই দিচ্ছে, সবকিছু,’ পুতিন বলেছেন। যদিও পুতিন বা প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু কেউই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক রাশিয়ান ক্ষয়ক্ষতির কোন উল্লেখ করেননি, শোইগু রাশিয়ান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রস্তাবের একটি তালিকা উন্মোচন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রাশিয়ার সেনাবাহিনীতে কমব্যাট কর্মীদের সংখ্যা ১৫ লাখে উন্নীত করা প্রয়োজন- যার জন্য আরও ৫ লাখ সদস্য নিয়োগ করতে হবে।

চুক্তিবদ্ধ সৈন্যের সংখ্যাও ৪ লাখ থেকে বেড়ে প্রায় ৭ লাখ হবে বলে আশা করা হচ্ছে। তিনি যোগ করেছেন যে, মস্কো আজভ সাগরে দুটি ইউক্রেনীয় বন্দর শহর ব্যবহার করার পরিকল্পনা করেছে যেগুলি আক্রমণের সময় তার সৈন্যরা দখল করেছিল - বারদিয়ানস্ক এবং মারিউপোল - নৌ ঘাঁটি হিসাবে। পুতিন মন্ত্রী শোইগুর প্রস্তাবগুলিকে সমর্থন করেছিলেন তবে রাশিয়া সোভিয়েত আমলের মতো যুদ্ধের ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে চেয়েছিলেন। ‘আমরা আমাদের দেশ বা আমাদের অর্থনীতিকে সামরিকীকরণ করতে যাচ্ছি না: আমাদের এর প্রয়োজন নেই,’ তিনি বলেছিলেন। তিনি আরও প্রতিশ্রæতি দিয়েছিলেন যে, সেনাবাহিনী শীঘ্রই অত্যাধুনিক সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাবে যা কমপক্ষে দশটি পারমাণবিক ওয়ারহেড এবং ডিকোয় বহন করতে সক্ষম।

ইউক্রেনে প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর মার্কিন সিদ্ধান্তে অসন্তুষ্ট জাতিসংঘ : জাতিসংঘ সনদ অনুযায়ী ইউক্রেনের সংঘাতের অবসান দেখতে চায়, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার এক ব্রিফিংয়ে বলেছেন। জাতিসংঘের প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করার বিষয়টি সংঘাতে উস্কানি হিসাবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘আমরা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের কাঠামোর মধ্যে ইউক্রেনে শান্তি দেখতে চাই। আমরা এই সংঘাতকে ক্রমবর্ধমান হতে দেখেছি, আমরা আরও বেশি সংখ্যক লোককে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। আমরা জাতিসংঘের সনদ অনুযায়ি সংঘাতের অবসান চাই,’ তিনি বলেন। এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন নিশ্চিত করেছেন যে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানো হবে।

ইউক্রেনের সংঘাত নিরসনে রাশিয়া-মার্কিন আলোচনা হওয়া দরকার : বুধবার বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেনের সংঘাত নিরসনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রয়োজন। তিনি বলেন, ‘আসলে (ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে) যা প্রয়োজন তা হল রাশিয়া-ইউক্রেন নয়, রাশিয়া-মার্কিন আলোচনা।’ বুদাপেস্টে এই ধরনের আলোচনা হতে পারে কিনা জানতে চাইলে, তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তার কথাগুলি হাঙ্গেরিয়ান সরকারের স্থায়ী প্রস্তাব হিসাবে বিবেচনা করা যেতে পারে। ‘কিন্তু মূল বিষয় হল এই ধরনের আলোচনা সর্বোপরি হওয়া উচিত,’ অরবান উল্লেখ করেছেন। সূত্র : তাস, দ্য টেলিগ্রাফ, এএফপি।

 

 

 



 

Show all comments
  • Md Hasan ২৩ ডিসেম্বর, ২০২২, ৯:০০ এএম says : 0
    অবাক কান্ড বড় অসহায়
    Total Reply(0) Reply
  • Md Fardin Karim ২৩ ডিসেম্বর, ২০২২, ৯:০১ এএম says : 0
    আর তথাকথিত টেরোরিস্ট দমনের নামে আমেরিকা যেকোনো দেশে হামলা চালাতে পারবে।
    Total Reply(0) Reply
  • H S Khan ২৩ ডিসেম্বর, ২০২২, ৯:০১ এএম says : 0
    তবে এটা অত্যন্ত অবাক হবার বিষয় যে সে এতটা অল্প সময়ের মধ্যেই একেবারেই কোমর ভেঙ্গে ধ্বসে পড়তে হলো তাকে। আসলে সে একটা বোকা-আহম্মক-বেওকুপ, রাজনীতি-কুটনীতি-বিশ্বব্যবস্থার কিছুই সে বুঝে না, মানুষও একটা হাবাগোবা চেহারার, একেবারেই আকল-বুদ্ধিশূন্য, নিজেও শেষ হবে, রাশিয়াকেও পথে বসিয়ে ছাড়বে।
    Total Reply(0) Reply
  • Nymur Reza ২৩ ডিসেম্বর, ২০২২, ৯:০২ এএম says : 0
    অস্ত্র ব্যাবসা ভালই চালাচ্ছে আমেরিকা। ভাবলাম মিডলইস্ট শেষ করে ক্ষান্ত হবে। এইবার ইহুদি গুলো নিজেরাই কামড়াকামড়ি শুরু করেছে। আফগান থেকে পালায় এসে লস কভার দেয়ার চেষ্টা বাইডেন কাকুর ভালই ফল দিলো। মাঝখানে ইউরোপ জুড়ে হাহাকার লাগছে। লন্ডনে নাকি লোডশেডিং হবে!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ