Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ সরাসরি ৩-০ সেটে হারিয়েছে নেপালকে। ম্যাচ সেরার পুরস্কার পান স্বাগতিক দলের আল-আমিন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেনস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম এমপি বলেন,‘আমি স্বাগতিক বাংলাদেশসহ নেপাল, শ্রীলংকা ও কিরগজিস্তানের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। আশাকরি সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন হবে।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘উড়ন্ত বলে দূরন্ত খেলা, এর নাম ভলিবল খেলা। গ্রাম বাংলায় এই খেলা এখন খুবই জনপ্রিয়।’ তিনি যোগ করেন,‘একটি সুস্থ্য সমাজ গড়তে গেলে খেলাধূলার কোন বিকল্প নেই। জাতির পিতার নামে এই টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ