Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের বের করে দেয়া হলো আলআকসা থেকে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

ফের দখলদার বাহিনীর সহায়তায় আকসা প্রাঙ্গণে প্রবেশ করলো দখলদার ইহুদিরা। এ সময় মসজিদ থেকে মুসল্লিদের বের করে ঈদুল আনওয়ার নামে বিশেষ ধর্মীয় উৎসব পালন করে তারা। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জেরুজালেমের আওকাফ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনীর নিরাপত্তায় অন্তত দেড়শ ইসরাইলি আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে। শুরুতেই দখলদার বাহিনীর সদস্যরা আকসায় প্রবেশ করে। নিরাপত্তার স্বার্থে তারা সেখান থেকে মুসল্লিদের বের করে দেয়। এরপর ইসরাইলিদের বিশেষ ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দেয়। নাম প্রকাশ না করার শর্তে আওকাফের এক কর্মকর্তা বলেন, পুলিশি নিরাপত্তায় ২৫২ জন দখলদার আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের ১৮০ জন সকাল বেলায় প্রবেশ করে। অপর ৭২ জন প্রবেশ করে জোহরের নামাজের পর। আল-জাজিরা মুবাশির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ