Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির প্রস্তাব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার প্রস্তাব পেশ করা হলো উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। বুধবার সে রাজ্যের রাজধানী লখনউয়ে বোর্ডের বৈঠকে সরকারি সাহায্যপ্রাপ্ত কয়েকটি মাদরাসার প্রতিনিধি এবং সরকারকে এই প্রস্তাব দেয়া হয়েছে। উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেজ সংবাদ সংস্থা পিটিআই-কে বুধবার বিকেলে বলেন, ‘জানুয়ারি মাসে বোর্ডের পরবর্তী বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে।’ এরই মধ্যে যোগী আদিত্যনাথের রাজ্যের মাদরাসা শিক্ষকদের সংগঠন শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির প্রস্তাবের বিরোধিতা করছে। সংগঠনের সম্পাদক দিওয়ান সাহিব জমান বলেন, ‘দীর্ঘ দিন ধরেই মাদরাসায় শুক্রবারের ছুটির ঐতিহ্য রয়েছে। তা ভাঙা উচিত নয়।’ সরকারি সূত্রের খবর, মাদরাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার সিদ্ধান্ত হলে, ‘উত্তরপ্রদেশ নন-গভর্নমেন্ট আরবি অ্যান্ড ফার্সি স্বীকৃতি প্রশাসন ও পরিষেবা বিধি-২০১৬’-র প্রয়োজনীয় সংশোধন করার প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, এর আগে বিজেপি শাসিত রাজ্য আসামে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদরাসায় রোববার সাপ্তাহিক ছুটির দিন চালু হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মাদরাসাগুলোতে দশেরা এবং বড়দিনে ছুটি চালু করেছে আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদরাসার দৈনিক প্রার্থনায় শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাবও পাস হয়েছে। নতুন বছরে সিদ্ধান্ত হবে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বদলানোর বিষয়ে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ