Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরম আরববিদ্বেষী সরকার হচ্ছে ইসরাইলে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলে গঠিত হবে নতুন জোট সরকার। যা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি এবং চরম আরববিদ্বেষী সরকার হতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, আগামী বছর ২০২৩ সালের ২ জানুয়ারি ইসরাইলে নতুন সরকার গঠিত হবে। নেতানিয়াহুর জোটে আরও চরমপন্থি দল রয়েছে। তাদের লক্ষ্য হলো বিচার ব্যবস্থা আরও দুর্বল করা এবং ফিলিস্তিনের দখলকৃত জমিগুলো সুরক্ষিত করা। এছাড়া নেতানিয়াহুর সঙ্গে জোট বেঁধেছেন উগ্রপন্থি ইতামার বেন-জিভির। তিনি ইসরাইলের পরবর্তী নিরাপত্তামন্ত্রী হবেন। সংবাদমাধ্যমটি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু ইসরাইলের প্রেসিডেন্টকে অবহিত করেছেন অন্যান্য দলগুলোর সঙ্গে জোট গঠনে সমর্থ হয়েছেন তিনি। এর মাধ্যমে সরকার গঠনের সকল বাধা দূর হয়ে গেছে। চলতি বছরের নভেম্বরে ইসরাইলে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে সর্বোচ্চ আসন পায় নেতানিয়াহুর লিকুদ পার্টি। তাই সরকার গঠনে তিনি অন্য দলগুলোর সঙ্গে জোট বাধতে কাজ শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ঐকমতে পৌঁছাতে পারছিলেন না তারা। এরপর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ একটি সময় বেঁধে দেন। এই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে নেতানিয়াহু বুধবার মধ্যরাতে এক টুইট বার্তায় বলেন, ‘আমি সরকার গঠনে সমর্থ হয়েছি।’ নেতানিয়াহুর সঙ্গে জোট বেধেছে উগ্রপন্থি ধর্মীয় দল জায়োনিজম পার্টি। দলটির সঙ্গে একটি চুক্তিও করেছেন নেতানিয়াহু। জায়োনিজম পার্টি নামের এ দলটির প্রধান হলেন বেজালেল স্মোরিচ। চুক্তি অনুযায়ী তাকে অধিকৃত পশ্চিম তীরের অত্যাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ