মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজকে মুক্তি দিচ্ছে নেপাল। বুধবার স্বাস্থ্য ও বয়সজনিত কারণে আদালত তাকে মুক্তির নির্দেশ দিয়েছে। খবর সিএনএন। শোভরাজের বয়স এখন ৭৮। ১৯৭০ থেকে ৮০-র দশকে তার নাম ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। নেপালের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৯৫ শতাংশ কারাবাসের সাজা ভোগ করেছেন শোভরাজ। তবে মুক্তি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাকে নেপাল ছেড়ে ‘তার দেশে’ চলে যেতে হবে। শোভরাজকে নিয়ে সম্প্রতি নেটফ্লিক্সে ‘দ্য সারপেন্ট’ নামে একটি সিরিজ হয়েছে। বিবিসি ও নেটফ্লিক্সের যৌথ প্রযোজনার ওই সিরিজে শোভরাজের জীবন দেখানো হয়েছে। এর আগে শোভরাজ ও তার কর্মকাণ্ড নিয়ে বইও লেখা হয়েছিল। তার বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে অন্তত ২০জন বিদেশী পর্যটককে হত্যার অভিযোগ উঠেছিল। ফরাসি নাগরিক হলেও তার কাছে একাধিক দেশের জাল পাসপোর্ট ছিল। প্রথমে তিনি ভারতে গ্রেফতার হয়েছিলেন। এরপর সেখানকার জেল থেকে পালান। পরে একই অভিযোগে নেপালে গ্রেফতার হন এবং সেখানে আজীবন কারাবাসের সাজা পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।