মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের ন্যানো গাড়িকে হেলিকপ্টারে রূপান্তরিত করেছেন একজন কাঠমিস্ত্রি। তার এই রূপান্তরিত হেলিকপ্টার অবশ্য আকাশে নয় রাস্তায় চলতে পারে এবং যাত্রীদের আকাশপথে ভ্রমণের মতো অভিজ্ঞতা দিতে পারে। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। নিজের ন্যানো গাড়িকে হেলিকপ্টারে রূপ দেওয়া ওই কাঠমিস্ত্রির নাম সালমান। তিনি উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় এই কাঠমিস্ত্রি বলেন, ‘আমরা একটি হেলিকপ্টার তৈরি করেছি যা রাস্তায় চলে। এতে আমার প্রায় চার মাস সময় লেগেছে এবং প্রায় ৩ লাখ রুপি খরচ হয়েছে। এখন এটির প্রচুর চাহিদা রয়েছে।’ তিনি বলেন, এই হেলিকপ্টারটি দেখতে এবং এটি উপভোগ করতে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমাচ্ছেন। তিনি আরও বলেন, ‘রাস্তায় চলা এই হেলিকপ্টারটি দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হচ্ছেন। যারা হেলিকপ্টারে চড়তে পারেন না, তারা এর মাধ্যমে সেই অভিজ্ঞতা অনুভব করতে পারেন।’ অবশ্য নিজের এই ধারণাটিকে এগিয়ে নিতে এবং এই ধরনের অন্য আরও অনন্য উদ্ভাবনে বেশ আগ্রহী সালমান। তিনি বলছেন, ‘সরকার এবং কোম্পানিগুলো যদি আমাদের সাহায্য করে, তাহলে আমরা এমন হেলিকপ্টারও তৈরি করতে পারি যেগুলো পানিতে চলতে ও আকাশে উড়তে পারে। আমরা এই ধারণাটিকে একই ধরনের উদ্ভাবনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি।’ এদিকে বিস্ময়কর এই হেলিকপ্টারের ছবি অনলাইনে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে গেছে। অনেক অনলাইন ব্যবহারকারীই এমন অভিনব উদ্ভাবনী আইডিয়া দেখে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এই কাঠমিস্ত্রির নির্মিত গাড়ি-হেলিকপ্টারের ছবি। এএনআই, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।