গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নারী-পুরুষ নির্বিশেষে সকলের ক্ষমতায়ন নিশ্চিত করাই মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করে ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। বিশে^র শোষিতের গণতন্ত্রের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটালেন। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নতুন স্বপ্ন বুনলেন। গ্রামীণ ব্যাংক বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে ধারণ করে দেশের দারিদ্র্য বিমোচনে নিরলস কাজ করে যাচ্ছে।’
বুধবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, একাত্তরের পরাজিত শক্তি খুনীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে তার মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্জন পল্লীতে রেখে আসলেন। কারণ তারা মনে করেছিলেন বঙ্গবন্ধুকে নির্জন পল্লীতে রেখে আসলে কেউ তাকে স্মরণ করবে না। কিন্তু ঘটেছে উল্টো। পদ্মাসেতু নির্মাণ নিয়ে সেই কুচক্রী মহলই আবার ষড়যন্ত্র করলো। বিশ^ব্যাংক ঋণ বন্ধ করে দিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাহসী উদ্যোগে পদ্মাসেতু নির্মাণ হয়েছে। সেটি এখন বাস্তব। টুঙ্গিপাড়ায় পিতা মুজিবের সমাধি এখন বাঙালির তীর্থে পরিণত হয়েছে। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেয়া হয়েছে।’
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম খাঁন। এছাড়াও গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সকল কমকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।