মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত তিন বছর ধরে করোনার প্রকোপে কার্যত বিব্রত আমজনতা। লকডাউন, কোয়ারেন্টাইনে যেন আতঙ্কিত প্রায় সকলে। করোনার আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন স্ট্রেন বারবার নিজের চরিত্র বদল করে বিরাটাকার ধারণ করেছে। বর্তমানে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জেনে নিন কী ওই করোনার নয়া ভ্যারিয়েন্ট বিএফ ৭? ওমিক্রন বিএফ ৭ এর আসল নাম বিএ.৫.২.১.৭। সংক্ষেপে এটিকে বিএফ ৭ বলা হচ্ছে। এটি ওমিক্রন বিএফ ৫ -এর একটি ভাগ।
সংক্রমণ ক্ষমতা
করোনার নয়া ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। আক্রান্ত একজন ব্যক্তি ১০ জনকে সংক্রমিত করতে পারেন। যারা টিকা নিয়েছেন সংক্রমিত হতে পারেন তারাও। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের সংক্রমণ ভয়ংকর রূপ নিতে পারে।
উপসর্গ
অতীতের সঙ্গে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গের বিশেষ কোনও ফারাক নেই। জনবহুল জায়গায় যাতায়াতের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ। সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে পরীক্ষা করান। রিপোর্ট না আসা পর্যন্ত উপসর্গযুক্ত ব্যক্তিদের নিভৃতবাসে থাকতে হবে। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।