Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনে প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর মার্কিন সিদ্ধান্তে অসন্তুষ্ট জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১:০৩ পিএম

জাতিসংঘ সনদ অনুযায়ী ইউক্রেনের সংঘাতের অবসান দেখতে চায়, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার এক ব্রিফিংয়ে বলেছেন।

জাতিসংঘের প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করার বিষয়টি সংঘাতে উস্কানি হিসাবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘আমরা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের কাঠামোর মধ্যে ইউক্রেনে শান্তি দেখতে চাই। আমরা এই সংঘাতকে ক্রমবর্ধমান হতে দেখেছি, আমরা আরও বেশি সংখ্যক লোককে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। আমরা জাতিসংঘের সনদ অনুযায়ি সংঘাতের অবসান চাই,’ তিনি বলেন।

এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিশ্চিত করেছেন যে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানো হবে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ