মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের মুখেও মেসির নাম! এক আলোচনাসভায় ইতিহাসে স্নাতকোত্তর শক্তিপদকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষপদে আসীন হওয়া নিয়ে খোঁচার মুখে পড়তে হয়েছিল। তখনই তিনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর্জেন্টাইন মহাতারকা ফুটবলারের প্রসঙ্গ টেনে আনেন।
উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজ থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শক্তিকান্ত। ২০১৮ সালের ডিসেম্বরে উর্জিত প্যাটেল সরকারের সঙ্গে মতান্তরের কারণে দায়িত্ব ছাড়লে আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব তাকে দেওয়া হয়। তিনি গত ২৮ বছরের মধ্যে আরবিআইয়ের সর্বোচ্চ পদাধিকারী একমাত্র ব্যক্তি যিনি অর্থনীতির ছাত্র ছিলেন না। আর সেই কারণেই নিযুক্তির পর থেকেই এই নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। এদিন সেই প্রসঙ্গই উঠে আসে শক্তিকান্তর মুখে। তাকে প্রশ্ন করা হয়েছিল, কাতারে মেসির প্রতিপক্ষ হিসেবে লড়াই করার মতোই কঠিন ছিল কিনা তার পরিস্থিতি।
এ খোঁচার উত্তরেই মুখ খোলেন আরবিআই গভর্নর। তিনি পালটা প্রশ্ন করেন, ‘কিছু মনে করবেন না। মেসিও কি ইতিহাসে স্নাতকোত্তর? প্রায়ই না হলেও মাঝে মাঝে অনেকেই আমাকে মনে করিয়ে দেন আমি ইতিহাস তৈরি করেছি’।
প্রসঙ্গত, শক্তিকান্তর নিয়োগের সপক্ষে একটি যুক্তি রয়েছে। তিনি অর্থনীতির ছাত্র না হলেও দীর্ঘদিন তিনি অর্থমন্ত্রকের উচ্চপদে ছিলেন। অর্থসচিবের পাশাপাশি জি২০ শেরপার দায়িত্বও সামলাতে হয়েছে তাকে। তাছাড়া তার নিয়োগ নিয়ে যতই সমালোচনা হোক, তিনি কিন্তু গত চার বছরে বেশ দক্ষতার সঙ্গেই তিনি নিজের দায়িত্ব সামলেছেন বলে মনে করছে ওয়াকিফহাল মহল। বিশেষ করে অতিমারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় শুরু হওয়া মন্দার ধাক্কা সামলাতে হয়েছে তাকে। এ ধরনের সমস্যার মোকাবিলায় তার পদক্ষেপ সঠিক ছিল বলেই ধারণা বিশেষজ্ঞদের। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।