Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফুটবলের সব টুর্নামেন্ট হোক মধ্যপ্রাচ্যে’

পিটারসেনের দাবি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বেশ সমালোচনার মুখে মাঠে গড়িয়েছিল কাতার বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের এই দেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফিফাকেও। তবে গোছানো আয়োজনে সব সমালোচনার জবাব দিয়ে সফলভাবেই বিশ্বকাপ সম্পন্ন করেছে কাতার। যে ইউরোপীয়রা কাতার বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিলেন, তারাও এখন কাতার নিয়ে প্রশংসায় মেতেছেন।
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। এই ইংলিশ কিংবদন্তি কাতার বিশ্বকাপ নিয়ে এতটাই মুগ্ধ হয়েছেন যে ফুটবলের পরের আয়োজনগুলো কাতারে আয়োজন করার দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে গত বছর ইউরো ফাইনালে হওয়া দাঙ্গার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে কাতার নিয়ে মুগ্ধতা প্রকাশ করে পিটারসের লিখেছেন, ‘দাঙ্গাবাজবিহীন একটি ফুটবল টুর্নামেন্ট। ওয়েম্বলিতে গত বছরের (ইউরোতে) অসম্মানজনক কাণ্ড এবং কাতারের বিশ্বকাপ- কাতার অনেক বেশি ভালো ছিল। সত্যিকার অর্থে অন্য স্তরে ছিল। সম্ভবত প্রতিটি ফুটবল টুর্নামেন্ট মধ্যপ্রাচ্যে হওয়া উচিত। যেখানে দর্শকেরা বাবা, মা, নারী, পুরুষ সবাই এক খেলা উপভোগ করতে পারে। সাবাশ কাতার।’
কাতারের বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশংসা করতে গিয়ে এটুকুতেই থামেননি পিটারসেন। এ ধরনের পোস্ট যে ইউরোপীয়দের অনেকেই পছন্দ করবে না, তা ভালো করেই জানা আছে সাবেক এই অলরাউন্ডার। তবে কেউ কাতারে গিয়ে স্বচক্ষে বিশ্বকাপ না দেখে থাকলে নেতিবাচক উত্তর দিতেও নিষেধ করে দিয়ে তিনি লিখেছেন, ‘পুনশ্চ- দয়া করে এই পোস্টের প্রত্যুত্তরে কোনো নেতিবাচক কথা বলবেন যদি না, আপনি শারীরিকভাবে দোহায় উপস্থিত থাকেন এবং এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। ধন্যবাদ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ