Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজকায় ১৬৮টি প্রাচীন নকশার সন্ধান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পেরুর নাজকা মালভূমি ও আশপাশের এলাকায় দেড় শতাধিক প্রাচীন নকশার সন্ধান পাওয়া গেছে। নতুন এই আবিষ্কার রহস্যময় প্রাক-কলম্বিয়ান শিল্পকর্ম সম্পর্কে নতুন তথ্য সামনে আনতে পারে বলে আশা করা হচ্ছে। পেরুর দক্ষিণাঞ্চলের নাজকা মালভূমি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পাহাড়ের গায়ে খোদাই করা এই শিল্পকর্ম কয়েক দশক ধরে বিজ্ঞানী ও পর্যটকদের কৌতূহলী করে তুলেছে। পেরুর দক্ষিণাঞ্চলের নাজকা মালভূমি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চলতি মাসের শুরুতে নতুন করে ১৬৮টি নকশার সন্ধান পাওয়ার কথা জানান। ওপর থেকে তোলা ছবি ও ড্রোনের সাহায্যে দুই বছরের মাঠ জরিপে এসব নকশার সন্ধান পাওয়া যায়। খোদাই করা এসব ভূরেখচিত্র দুই হাজার বছরের বেশি পুরোনো। এসব ভূরেখচিত্রে মানুষ, বিড়াল, সাপ, হত্যাকারী তিমি, পাখি ও স্থানীয় উট প্রজাতির প্রাণী যেমন লামা, গুয়ানাকো ও আলপাকার অবয়ব ফুটে উঠেছে। প্রাচীন এসব ভূরেখচিত্র ‘নাজকা লাইনস’ নামে পরিচিত। নাজকা লাইনস গবেষণার প্রধান প্রত্নতাত্ত্বিক জর্জ ওলানো বলেন, সন্ধান পাওয়া নতুন নকশাগুলোর গড় দৈর্ঘ্য ২ থেকে ৬ মিটার। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ