মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বর্ধিত প্রতিরোধ’ নিদর্শনের অংশ হিসাবে, যুক্তরাষ্ট্র মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কাছে এসে পরমাণু-সক্ষম বি-৫২ কৌশলগত বোমারু বিমান এবং এফ-২২ স্টিলথ ফাইটার জেটগুলো উড়িয়েছে। সোওলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এফ-৩৫এ এবং এফ-১৫কে যুদ্ধ-বিমান দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেজু থেকে দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ কোরিয়ার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুষ্ঠিত যৌথ বিমান মহড়ায় অংশ নেয়। উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি উল্লেখযোগ্য পরিমাণে সামরিক হুমকি বাড়িয়েছে। ফলে সর্বসাম্প্রতিক এই উদ্যোগের মাধ্যমে মিত্ররা উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা গত মাসে সোওলের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি জোরদার করতে সম্মত হন। যার মধ্যে রয়েছে যৌথ সামরিক মহড়া বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান এবং বিমানবাহী রণতরী ইত্যাদি কৌশলগত সম্পদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির জবাবে মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই চুক্তির কথা উল্লেখ করে বলে, মিত্ররা দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের ‘সম্মিলিত প্রতিরক্ষা অবস্থানকে শক্তিশালী করা অব্যাহত রাখবে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।