Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৭৫% বিদেশি পর্যটক বেড়েছে সউদীতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটিতে পর্যটকের সংখ্যা বছরওয়ারি ৫৭৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় জানিয়েছে, জুনে শেষ হওয়া তিন মাসে প্রায় ৩৬ লাখ পর্যটক সউদী আরব ভ্রমণ করেছেন। একই সময়ে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ৪২ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ কোটি ১৪ লাখে উন্নীত হয়েছে। পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে বিদেশী পর্যটকের ব্যয় ৫৭০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭০ কোটি সউদী রিয়ালে (৪১৮ কোটি ডলার) উন্নীত হয়েছে। যেখানে একই সময়ে অভ্যন্তরীণ পর্যটকের ব্যয় ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ২৭০ কোটি সউদী রিয়ালে পৌঁছেছে। জ্বালানি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্য করার কৌশল হাতে নিয়েছে সউদী আরব। এরই অংশ হিসেবে পর্যটন খাত নিয়ে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে আরব দেশটি। চলতি দশকের শেষ নাগাদ বার্ষিক ১০ কোটি পর্যটক আকর্ষণ করতে চায় সউদী। পাশাপাশি অর্থনীতিতে এ খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য দেশটির। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ